Ananda Basu, VII A (2019-20)
এই দেশেতেই সোনার ফসল , রূপোর ফসল ফলে?
এই দেশই যে রয়েছে মোদের ভারতমাতার কোলে।
এই দেশই যে এই বিশ্বের সকল দেশের রাণী,
কারণ এদেশ সব রকেমর প্রকৃত ধনে ধনী-
কোথায় এমন তুষারে ঢাকা দুর্গম হিমালয়?
এত অজস্র নদীই বা সে কোন দেশেতে বয়?
কোন দেশটির ত্রিদিক জুড়ে, ঘিরে আছে সমুদ্র?
কোথায় আছে গঙ্গা, যমুনা, কাবেরী, ব্রহ্মপুত্র?
কোন দেশে আছে সব ধর্মের সমান যে প্রাধান্য?
তাই তো এ দেশ অতি অপরূপ সুন্দর অসামান্য,
এই দেশেই তো কত আনন্দ কত যে উৎসব,
তাই তো এখানে কত হইচই কত যে খুশির রব।।
এই দেশেই তো বিজ্ঞানের কত যে প্রচলন
এই দেশেই যে শুষ্ক মরু , কত ঘন বন।
এই দেশের রবীন্দ্রনাথ, গান্ধী ও সুভাষ,
আমাদেরকে দিয়েছিলেন স্বাধীনতার আশ্বাস।।
তাই তো বলি তোমাদের, শোনো দিয়ে মন,
এই দেশকে রক্ষা করব চল করি পণ।
যদি মোরা একসাথে সবাই করি কাজ,
তাহলে এক অমর ভারত গড়ে উঠবে আজ।।