ঘরে কেউ নেই

ঘরে কেউ নেই

Aditya Ghosh, XII A (2018 – 19)

ভিড় ঠেলে আমি ভাবতে থাকি
গাড়ির জানালায় –
হায়, এখানে মানুষ নেই ।
পা ডোবাতে পারি না আর
এই রাস্তায় বড় দেরি হয়ে গেল ।

আলো বদলায় অন্ধকার নয় ।
পৃথিবী আর কিছুই দিতে পারবে না ।
এখন বহু দূরে শুয়ে থাকি
একটি ছোট্ট জায়গায় ।

হাতের কাছে পুকুর গুছিয়েছি
প্রতিদিন সেখানে নীরব বৃষ্টিতে হারিয়ে যাই
হারিয়ে যেতেই শুধু ভালো লাগে এখন ।

বাস থামে । কেউ নাম না কেউ ওঠে না
তবু প্রতিদিনই সে থামে
কেন, কেন বারবার এপথে আসে ?
আমি তো যাব না ।
আমার ঘরে কেন বারবার বাতাস খেলা করে?
কেন নেড়ে-চেড়ে দেখে জ্যোৎস্নায় জড়ানো আসবাব,
আর হাসে?
যেতে যেতে দেখে যায়
ঘরে কেউ নেই কেবলই প্রতিধ্বনি ।

অলক্ষ্যে আমার রাস্তা নদী কেটে এগিয়ে যায়
আমি শুধু দু-ধারের পুকুর কুড়োই একমনে
‘সবাই বৃথা চিন্তা করুক শহরের জঙ্গলে’ ।

আলো বদলায় তবু অন্ধকার নয় ।
বাতাস এখনও এসে উঁকি মারে
ঘরে কেউ নেই
কেবলই প্রতিধ্বনি
কেবলই প্রতিধ্বনি ।।

Please type a word or or words to search.

Featured Post

Archive

Select a month to view the archive.

Back to Top
Admission: General Information: Grievances:
You can call us.

For direct enquiries please contact our Front Office at (91) 33 24413804 / 3805 / 4131
from 9.00 AM to 1.00 PM on weekdays and
from 9.00 AM to 12.00 noon on Saturdays