দেশনায়ককে নিবেদন

দেশনায়ককে নিবেদন

Shaon Malik, IX D (2018-19)

তুমি বলেছিলে – এখন ভারতের জন্যে
অপ্রাসঙ্গিক গণতন্ত্র ।
তুমি ভাবোনি,
সত্তর সাল পর
আজও বদলায়নি সেই ভারত,
গণতন্ত্র – এখনও অপ্রাসঙ্গিক ।

হাজার দলের নোংরামি,
কামড়াকামড়ি,
ক্ষতবিক্ষত ভারত ।
তুমি নেই –
তোমার শেষ অবস্থা,
গণতন্ত্রের স্বার্থে – তাও লুক্কায়িত ।

তোমার আপনজনেরাও –
ভুলেছে তোমার সাম্যবাদ ।
তুমি শিখিয়েছিলে জাতীয়তাবাদ –
আজও, সবখানে শুধু –
কায়েমীস্বার্থ ।

দেশের স্বার্থ,
তা কে ভাবে?
নিজ স্বার্থে মত্ত ভারতবাসী ।
কালোটাকা, কালোবাজার
ভারতের রং আজ কালো ।

তোমার নাম
তোমার মৃত্যু
আজ ভোট জেতার যন্ত্র ।
ভারতের পড়ন্ত অর্থনীতি –
ভারতের সামাজিক বিভেদ –
আজ তোমার অভাব বোঝায় ।
তোমার সৈনিকদের প্রতি
সরকারের অবিচার –
ভুলিনি আমরা ।

ভারতের তরুণের
ভারতের কিশোরের
কাছে
আজও
তুমিই শ্রেষ্ঠ –
দেবতুল্য মহানায়ক !
শুধু একটাই নিবেদন –
ফিরে এসো
যেভাবে পারো
ফিরে এসো,
একনায়ক, মহানায়ক,
মহাপিতা –
ফিরে এসো আবার ।
তুলে নাও ভারতের শাসনভার ।
আবার জেগে উঠুক
‘আরজি হুকুমত
এ আজাদ হিন্দ’ ।।

Please type a word or or words to search.

Featured Post

Archive

Select a month to view the archive.

Back to Top
Admission: General Information: Grievances:
You can call us.

For direct enquiries please contact our Front Office at (91) 33 24413804 / 3805 / 4131
from 9.00 AM to 1.00 PM on weekdays and
from 9.00 AM to 12.00 noon on Saturdays